শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবুল কাশেম দুলাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (২ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নঈম মিয়ার বাজার সংলগ্ন সারমারা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে খুনিদের ফাঁসি চেয়ে বক্তব্য রাখেন- খুন হওয়া দুলালের বাবা আব্দুর রেজ্জাক, দুলাল হত্যামামলার বাদী রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, নিহত দুলালের ছেলে মনিরুজ্জামান, মেয়ে মুনিয়া আক্তার প্রমুখ।

দুলাল হত্যার মামলার বাদী রেজাউল করিম অভিযোগ করেন, এই হত্যামামলা তুলে নিতে মামলার আসামি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুম প্রমাণিক, খুনের সঙ্গে জড়িত আসাদুল্লাহ, ফরিদ বাঙ্গার লোকজন তাকে হুমকি দিচ্ছেন। 

এ কারণে তিনি ও খুন হওয়া দুলালের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। খুন হওয়া দুলালের বৃদ্ধ বাবা আব্দুর রেজ্জাক তার ছেলের খুনিদের বিচারের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। তাই তারা দুলাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দ্রুত ফাঁসির দাবি জানান।

টিএইচ